রাজশাহীতে চিকিৎসকসহ ২৩ জনের করোনা শনাক্ত
রাজশাহী জেলায় চিকিৎসকসহ আরও ২৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় কোভিড-১৯–এ আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২৬০। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানিয়েছে।
রাজশাহীর সিভিল সার্জন এনামুল হক বলেন, নতুন শনাক্ত ২৩ জনের মধ্যে ২০ জনই রাজশাহী নগরের বাসিন্দা। বাকি তিনজন গোদাগাড়ী, বাঘা ও পবা উপজেলার বাসিন্দা। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে আইনজীবী, চিকিৎসক, নার্স ও হাসপাতালের কর্মচারী রয়েছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন ২৩ জন নিয়ে রাজশাহী জেলায় করোনা রোগীর সংখ্যা হয়েছে ২৬০ জন। এর মধ্যে ১৩৯ জনই রাজশাহী নগরের বাসিন্দা। জেলায় এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন চারজন। সুস্থ হয়েছেন ৫৯ জন।