সাংসদ মোকাব্বির করোনায় আক্রান্ত
সিলেট-২ আসন থেকে নির্বাচিত গণফোরামের সাংসদ মোকাব্বির খান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা নিচ্ছেন।
গণফোরাম কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য মোশতাক আহমেদ আজ মঙ্গলবার প্রথম আলোকে জানান, মোকাব্বির খানের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। সিএমএইচে তিনি চিকিৎসা নিচ্ছেন। তবে শারীরিকভাবে তিনি ভালোই আছেন।
শ্বাসকষ্ট নিয়ে মোকাব্বির খান গতকাল সোমবার সিএমএইচে ভর্তি হন। মোশতাক আহমেদ গতকাল জানিয়েছিলেন, জাতীয় সংসদ অধিবেশনে মোকাব্বির খানের বক্তৃতা দেওয়ার কথা ছিল। কিন্তু শ্বাসকষ্ট অনুভব করায় তিনি দুপুরে সিএমএইচে ভর্তি হন।