মাদারীপুরে পুলিশসহ আরও ২৩ জনের করোনা শনাক্ত

করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

মাদারীপুরে গত ২৪ ঘণ্টায় চার পুলিশ সদস্যসহ আরও ২৩ জনের শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলার চারটি উপজেলায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৩৭৬। আজ মঙ্গলবার দুপুরে জেলার করোনাবিষয়ক ফোকাল পারসন মো. খালেকুজ্জামান হিমু প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মাদারীপুর সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ মীর রিয়াজ আহাম্মেদ জানান, ৯ জুন যাঁরা করোনা পরীক্ষার নমুনা দিয়েছেন, গত ২৪ ঘণ্টায় তাঁদের ৭৫ জনের নমুনা পরীক্ষার প্রতিবেদন আসে। এর মধ্যে ২৩ জনের রেজাল্ট ‘পজিটিভ’ এসেছে। পজিটিভ ২৩ জনের মধ্যে সর্বোচ্চ ১৬ জন শনাক্ত হয়েছেন সদর উপজেলায়। সদরে এ নিয়ে কোভিড-১৯–এ আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১১৩। সদরে নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে সদর থানার একজন উপপরিদর্শক (এসআই) ও একজন সদস্য এবং পুলিশ লাইনসের দুজন সদস্য রয়েছেন। এ ছাড়া কালকিনি উপজেলায় নতুন শনাক্ত হয়েছেন ছয়জন ও শিবচর উপজেলায় একজনের করোনা শনাক্ত হয়েছে।

মো. খালেকুজ্জামান হিমু বলেন, ‘জেলায় নতুন শনাক্ত ২৩ জনের মধ্যে বেশির ভাগ ব্যক্তির উপসর্গ নেই। যাঁদের উপসর্গ আছে, তাঁদের হাসপাতালে আনা হচ্ছে। জেলায় এ পর্যন্ত করোনায় পজিটিভ হয়ে মারা গেছেন সাতজন। এ ছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১৯ জন। প্রাতিষ্ঠানিক বা বাড়িতে আইসোলেশন ও ঢাকায় চিকিৎসাধীন ২২৭ জন।