বরিশালে করোনা ওয়ার্ডে শিক্ষা কর্মকর্তার মৃত্যু
বরিশালে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে একজন শিক্ষা কর্মকর্তার মৃত্যু হয়েছে। মো. খলিলুর রহমান (৪৮) নামের ওই ব্যক্তি ভোলা জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (এডিপিও) হিসেবে কর্মরত ছিলেন। গ্রামের বাড়ি বরগুনার তালতলী উপজেলায়।
খলিলুর রহমান গত রোববার বিকেলে জ্বর এবং শ্বাসকষ্ট নিয়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। উপসর্গগুলো করোনার মতো হওয়ায় হাসপাতালের করোনা ওয়ার্ডে রেখে তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছিল। এ অবস্থায় আজ মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে তিনি মারা যান।
পারিবারিক সূত্র জানায়, খলিলুর রহমান পরিবার নিয়ে বরিশালের বাংলাবাজার এলাকার একটি বাসায় থাকতেন। কয়েক দিন আগে তাঁর জ্বর শুরু হয়। জ্বরের সঙ্গে শ্বাসকষ্ট থাকায় রোববার তাঁকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্বজনেরা। করোনা পরীক্ষার জন্য গতকাল সোমবার তাঁর নমুনা সংগ্রহ করা হয়। এদিন দুপুরে তাঁর অবস্থার কিছুটা অবনতি ঘটে। ফলে তাঁকে অক্সিজেন দেওয়া হয়। এতে কিছুটা সুস্থবোধ করলেও আজ সকাল সাড়ে আটটার দিকে তিনি মারা যান। খলিলুর রহমান স্ত্রী,এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
হাসপাতালের পরিচালক বাকির হোসেন প্রথম আলোকে বলেন, মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষাগারে পাঠানো হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে লাশ দাফন করা হবে। স্বজনেরা লাশ নিয়ে দুপুর ১২টার দিকে গ্রামের বাড়ি বরগুনার তালতলীর উদ্দেশ্যে রওনা হন।