নোয়াখালীতে ওসিসহ আরও ৪৬ জন কোভিডে আক্রান্ত
নোয়াখালীর সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) আরও ৪৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় কোভিডে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১ হাজার ৩৮৬। সোমবার জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।
নোয়াখালীর সিভিল সার্জন মো. মোমিনুর রহমান বলেন, নতুন আক্রান্তদের মধ্যে নোয়াখালী সদর উপজেলায় ৮ জন, বেগমগঞ্জে ১৫, সোনাইমুড়ীতে ১০, কোম্পানীগঞ্জে ১০, কবিরহাটে ২ ও সুবর্ণচর উপজেলায় ১ জন রয়েছেন।
সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মঈনুল ইসলাম প্রথম আলোকে বলেন, সোনাইমুড়ীতে ২৪ ঘণ্টায় ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সামাদ রয়েছেন। এ নিয়ে উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ৮৫। যার মধ্যে সুস্থ হয়েছেন ৪২ জন।
ওসি আবদুস সামাদ নিজেই করোনা পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, গত ৯ জুন তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা পরীক্ষার জন্য দেন। সোমবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মুঠোফোনে তাঁকে করোনা পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি থানার আবাসিক ভবনের নিজ কক্ষে আইসোলেশনে আছেন।