পটিয়ায় পাঁচ পুলিশ সদস্যসহ আরও ১৩ জনের করোনা শনাক্ত
চট্টগ্রামের পটিয়ায় পাঁচজন পুলিশ সদস্য, স্বাস্থ্য কমপ্লেক্সের এক ওয়ার্ডবয় ও আগে করোনা শনাক্ত হওয়া এক চিকিৎসা সহকারীর পরিবারের দুই সদস্যসহ আরও ১৩ জনের করোনাভাইরাসের সংক্রমণ (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় আক্রান্ত মানুষের সংখ্যা দাঁড়াল ২২৪।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রাজিব দে গতকাল রোববার রাত ১০টায় আরও ১৩ জনের করোনা সংক্রমিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ১১ জুন ২৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছিল। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গতকাল রাতে প্রাপ্ত তথ্য অনুযায়ী এ ২৮ জনের মধ্যে ১৩ জনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ৬৪ দিনে উপজেলায় সংক্রমণ সংখ্যা দাঁড়াল ২২৪।
আরএমও জানান, বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছেন ১৭ জন। অন্যান্য হাসপাতালে ভর্তি আছেন দুজন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৯৫ জন। বাকিরা বাড়িতে আইসোলেশনে (বিচ্ছিন্ন) রয়েছেন। মারা গেছেন পাঁচজন।