গাজীপুরে নতুন করে ৯০ জনের করোনা শনাক্ত
গাজীপুরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোভিডে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৯০ জন। এ নিয়ে গাজীপুরে মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ২৩৩।
আজ রোববার বিকেলে সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, নতুন আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সদর উপজেলায় ৪৩ জন, কালিয়াকৈরে ৩২ জন, কালীগঞ্জে ৩ জন ও শ্রীপুরে ১২ জন।
জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ২৩২ জন। এর মধ্যে কালিয়াকৈর উপজেলায় ২৬২ জন, কালীগঞ্জে ১৯৩, কাপাসিয়াতে ১৫০, শ্রীপুর উপজেলায় ২৪৮ ও গাজীপুর সদর উপজেলা ও সিটি করোপোরেশন এলাকা মিলে ১ হাজার ৩৮০ জন। জেলায় এ পর্যন্ত মারা গেছেন ২৪ জন।
সিভিল সার্জন মো. খাইরুজ্জামান বলেন, জেলায় গত ২৪ ঘণ্টায় ৪১১ জনের নমুনা পরীক্ষা করে ৯০ জনের করোনা পজিটিভ হয়েছে। আর গাজীপুর থেকে এ পর্যন্ত ১৭ হাজার ৫৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সেখানে পজিটিভ হয়েছে ২ হাজার ২৩৩ জন।