স্বাস্থ্যশিক্ষার সচিব ও তাঁর স্ত্রী করোনায় আক্রান্ত
স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নূর ও তাঁর স্ত্রী নাসরীন আক্তার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মাইদুল ইসলাম আজ রোববার প্রথম আলোকে এই তথ্য জানিয়েছেন।
জনসংযোগ কর্মকর্তা বলেন, গত ৫ দিন যাবৎ সচিব ও তাঁর স্ত্রী করোনায় আক্রান্ত হয়ে বাসায় আইসোলেশনে আছেন। তবে তাঁরা বর্তমানে সুস্থ হওয়ার পথে। সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
এর আগে গতকাল শনিবার দিবাগত রাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগের নতুন সচিব আব্দুল মান্নানের স্ত্রী কামরুন নাহার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সাময়িক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।