ময়মনসিংহ বিভাগে করোনা শনাক্তের সংখ্যা ১৮০০ ছাড়াল
ময়মনসিংহ জেলায় নতুন করে আরও ১১ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। আর এই বিভাগে নতুন করে শনাক্ত হয়েছেন ২৮ জন। এর ফলে জেলায় করোনা শনাক্তের সংখ্যা ৯০০ এবং বিভাগে ১ হাজার ৮০০ ছাড়িয়েছে।
গতকাল শনিবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর এ তথ্য জানায় স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে এখন পর্যন্ত জেলায় মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা ৯০৮ এবং বিভাগে ১ হাজার ৮১৪ জন।
জেলার সিভিল সার্জন এবিএম মসিউল আলম বলেন, জেলায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে সদর উপজেলায়, ৪৪১ জন। এ ছাড়া ভালুকায় ১৬৮ জন, ঈশ্বরগঞ্জে ৪৬ জন, ফুলপুরে ৪৫ জন, ত্রিশালে ৪২ জন, ধোবাউড়ায় ৩৭ জন, গফরগাঁওয়ে ৩৭ জন, ফুলবাড়িয়ায় ২৩ জন শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ময়মনসিংহ বিভাগের ৩৫ উপজেলার সব কটিতেই করোনাভাইরাস সংক্রমিত হয়েছে। সংক্রমণ শনাক্তের সংখ্যা ময়মনসিংহে ৯০৮ জন, জামালপুরে ৪১৪ জন, নেত্রকোনায় ৩২৩ জন এবং শেরপুরে ১৬৯ জন। মোট শনাক্তের অর্ধেকই ময়মনসিংহ জেলার। এখন পর্যন্ত বিভাগে সুস্থ হয়েছেন ৬৮০ জন। মারা গেছেন ২১ জন।