টাঙ্গাইলে চিকিৎসক, পুলিশসহ ১৩ জনের করোনা শনাক্ত
টাঙ্গাইলে চিকিৎসক, পুলিশসহ আরও ১৩ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় কোভিড–১৯–এ মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২৯৬। আজ শনিবার শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে একটি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও), পুলিশের একজন উপপরিদর্শক রয়েছেন। টাঙ্গাইলের সিভিল সার্জন মো. ওয়াহীদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
শনাক্ত হওয়া পুলিশ কর্মকর্তার রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে প্রশিক্ষণে যাওয়ার আগে নমুনা পরীক্ষা করা হয়। ফল পজিটিভ আসে। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও জ্বর, ঠান্ডা ও সর্দিতে আক্রান্ত হওয়ায় নমুনা পরীক্ষা করেন। তাঁরও ফল পজিটিভ আসে।
সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, আজ শনাক্ত ১৩ জনের মধ্যে মির্জাপুর উপজেলাতেই ৯ জন। এ ছাড়া সদরে দুজন, ঘাটাইল ও নাগরপুর উপজেলায় একজন করে রয়েছেন।