বাগমারায় কোভিড-১৯ দম্পতির সংস্পর্শে আসা আরেকজন সংক্রমিত
রাজশাহীর বাগমারায় গাজীপুরফেরত কোভিড–১৯ দম্পতির সংস্পর্শে আসা আরেকজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। গতকাল শুক্রবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষার প্রতিবেদনে এ তথ্য জানা যায়। এ নিয়ে ওই দম্পতির সংস্পর্শে আসা দুই বছরের শিশুসহ চারজন সংক্রমিত হলেন।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, এক দম্পতি ঈদের আগে গাজীপুর থেকে বাগমারার বাড়িতে আসেন। তাঁদের করোনাভাইরাসের উপসর্গ থাকায় স্বাস্থ্য বিভাগ থেকে গত ৩০ মে নমুনা সংগ্রহ করা হয়। নমুনা দিয়ে ওই যুবক তাঁর স্ত্রীকে রেখে চাকরিতে চলে যান। এর দুই দিন পর রাজশাহীর ল্যাবে নমুনা পরীক্ষার ফলাফলে জানা যায়, তাঁদের করোনা পজিটিভ। ওই গৃহবধূকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে নিয়ে আসা হয়। সঙ্গে গৃহবধূর মা (৪৫) ও তাঁর ১০ বছরের শিশুকেও নিয়ে আসা হয় আইসোলেশনে। এ ছাড়া চাকরিতে যাওয়া যুবকের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে তাঁর কর্মস্থলে (পোশাক কারখানা) জানানো হয়। এর দুই দিন পর ওই যুবক গাজীপুর থেকে ফিরে স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে ভর্তি হন।
আইসোলেশন থেকে যুবকের শাশুড়ির নমুনা সংগ্রহ করে রাজশাহীর ল্যাবে পাঠানো হয়। গতকাল রাতে তাঁর করোনা পজিটিভ প্রতিবেদন আসে।
গোবিন্দপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজন কুমার সরকার বলেন, ওই দম্পতি এলাকায় আসার পর থেকে (নমুনা দেওয়ার আগে ও পরে) ঘুরে বেড়িয়েছেন। বাড়িতে রেখে কয়েক দিন খাবারের ব্যবস্থা করা হয়েছিল।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম রাব্বানী বলেন, এ নিয়ে ওই দম্পতির সংস্পর্শে আসা চারজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হলো। আরও কয়েকজন সন্দেহের তালিকায় রয়েছেন। তাদের নমুনা সংগ্রহ করে পাঠানো হবে।