গোপালগঞ্জে চেয়ারম্যানসহ আরও ১৩ জনের করোনা শনাক্ত
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা পরিষদের চেয়ারম্যান সুব্রত ঠাকুরসহ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৩ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ৩৩৯। আজ শুক্রবার সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ এসব তথ্য নিশ্চিত করেন।
সিভিল সার্জন জানান, নতুন শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে কাশিয়ানী উপজেলায় উপজেলা চেয়ারম্যানসহ নয়জন, মুকসুদপুর উপজেলায় দুইজন, টুঙ্গিপাড়া উপজেলায় একজন ও সদর উপজেলায় একজন রয়েছেন। শনাক্ত ব্যক্তিদের আইসোলেশন ওয়ার্ডে নেওয়ার পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যদের বাড়িতে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
জেলায় এখন পর্যন্ত কোভিডে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে গোপালগঞ্জ সদর উপজেলায় দুজন ও মুকসুদপুর উপজেলায় একজন মারা গেছেন। বাকি ব্যক্তিদের মধ্যে ১৪০ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। ১৯৪ জন জেলার বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।