কোভিডে আক্রান্ত হয়ে মুক্তিযোদ্ধার মৃত্যু

করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

করোনাভাইরাসে (কোভিড–১৯–এ) আক্রান্ত হয়ে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ওই উপজেলার কারোনা প্রতিরাধ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন।

মারা যাওয়া ওই মুক্তিযোদ্ধা হলেন নুরুল আমীন সুরুজ। তিনি ঈশ্বরগঞ্জ পৌরসভার বাসিন্দা ছিলেন। কিছুদিন আগে তাঁর শরীরে করোনা শনাক্ত হয়। শুক্রবার ঈশ্বরগঞ্জে বিশ্বেশ্বরী উচ্চবিদ্যালয় মাঠে সীমিত মানুষের উপস্থিতিতে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা প্রশাসন ও থানা-পুলিশ তাঁর প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করে। পরে স্বাস্থ্যবিধি অনুসরণ করে ইসলামী ফাউন্ডেশনের একটি দল পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করে।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন ইউএনও মো. জাকির হোসেন, পৌর মেয়র ও মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. আবদুস ছাত্তার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান।