কুমিল্লায় করোনায় দুজনের মৃত্যু, শনাক্ত আরও ২৭
কুমিল্লা জেলায় করোনাভাইরাসে (কোভিড-১৯ এ) আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। নতুন করে ২৭ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানায়।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে কুমিল্লা সিটি করপোরেশন এলাকার একজন এবং মুরাদনগর উপজেলার একজন মারা গেছেন। নতুন শনাক্ত হওয়া ২৭ জনের মধ্যে চৌদ্দগ্রাম উপজেলায় ১৪, কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় সাত, আদর্শ সদর উপজেলায় পাঁচ, ও বুড়িচং উপজেলায় একজন রয়েছেন। এর মধ্যে আদর্শ সদর উপজেলায় সুস্থ হয়েছেন চারজন।
জেলা সিভিল সার্জন মো. নিয়াতুজ্জামান বলেন, কুমিল্লা সিটি করপোরেশন এবং চৌদ্দগ্রামে লাফিয়ে লাফিয়ে করোনা রোগী বাড়ছে। মানুষ সচেতন না হলে সংখ্যাটা আরও বাড়তে পারে। তাই স্বাস্থ্যবিধি মানতে হবে।
সিভিল সার্জন কার্যালয় জানায়, জেলার ১৭টি উপজেলা ও সিটি করপোরেশনে করোনা শনাক্ত হলো মোট ১ হাজার ৬৩০ জনের। মোট সুস্থ হয়েছেন ২৭৫ জন। মারা গেছেন ৪৮ জন।