আগৈলঝাড়ায় জ্বর-কাশি নিয়ে কিশোরের মৃত্যু
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় গতকাল বুধবার রাতে জ্বর, সর্দি ও কাশি নিয়ে এক কিশোরের (১৭) মৃত্যু হয়েছে। পরে তার নমুনা সংগ্রহ করে বিশেষ স্বাস্থ্যবিধি মেনে লাশ দাফন করা হয়। ঘটনার পর ওই এলাকা লকডাউন করেছে স্থানীয় প্রশাসন।
স্থানীয় লোকজন ও মৃতের স্বজনেরা বলেন, ওই কিশোর গত কয়েক দিন ধরে জ্বর, সর্দি ও কাশিতে ভুগছিল। গতকাল রাতে নিজ বাড়িতে সে মারা যায়। স্থানীয়রা বিষয়টি উপজেলা প্রশাসনকে জানায়। খবর পেয়ে প্রশাসনের লোকজন ঘটনাস্থলে যায়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বখতিয়ার আল মামুন এ খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, ওই কিশোর করোনাভাইরাসে সংক্রমিত ছিল কিনা জানতে পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। গতকাল রাতেই লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী রওশন ইসলাম বলেন, মৃত কিশোরের করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার উপসর্গ ছিল। তাই নিরাপত্তার জন্য ওই গ্রামের ২০টি বাড়ি লকডাউন করা হয়েছে।