গোপালগঞ্জে করোনা রোগী ৩০০ ছাড়াল
গোপালগঞ্জ জেলায় নতুন করে আরও ১৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা ৩০০ ছাড়াল। বুধবার জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানায়।
গোপালগঞ্জের সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ বলেন, নতুন করে গোপালগঞ্জ সদরে একজন, মুকসুদপুরে তিনজন, কোটালীপাড়ায় একজন, টুঙ্গীপাড়ায় একজন ও কাশিয়ানীতে আটজন কোভিড–১৯–এ আক্রান্ত হয়েছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন আক্রান্ত ১৪ জনসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩০৯। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩৭ জন। জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন ১৭০ জন। এখন পর্যন্ত জেলায় করোনায় তিনজনের মৃত্যু হয়েছে।