মুন্সিগঞ্জে নতুন ১৯২ জনের করোনা শনাক্ত, মৃত্যু একজনের
মুন্সিগঞ্জ জেলায় নতুন ১৯২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আর করোনায় সংক্রমিত ব্যক্তিদের মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে। জেলায় করোনা রোগীর সংখ্যা এখন এক হাজার ২৮৮। আর এই ভাইরাসে মৃতের সংখ্যা পৌঁছাল ৩০ জনে। মঙ্গলবার সন্ধ্যায় মুন্সিগঞ্জ সিভিল সার্জন কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।
নতুন করে মারা যাওয়া ব্যক্তির বয়স ৬৫ বছর। তিনি মুন্সিগঞ্জ সদর উপজেলার বাসিন্দা ছিলেন।
জেলা সিভিল সার্জন আবুল কালাম আজাদ বলেন, করোনায় নতুন করে সংক্রমিত ব্যক্তিদের মধ্যে মুন্সিগঞ্জ সদর উপজেলায় ৫৭, টঙ্গিবাড়ীতে ২৫, সিরাজদিখানে ৩১, লৌহজংয়ে ৩১, শ্রীনগরে ২৬ ও গজারিয়ায় ২২ জন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত ৬, ৭ ও ৮ জুন ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিনে (নিপসম) পাঠানো নমুনার মধ্যে মঙ্গলবার বিকেলে ৪৩৬টির পরীক্ষার ফল পাওয়া গেছে। এর মধ্যে ১৯২ জনের প্রতিবেদন করোনা ‘পজিটিভ’ এসেছে। করোনা পরীক্ষার জন্য মঙ্গলবার নতুন ২৪১ জনের নমুনা পাঠানো হয়েছে। এ নিয়ে জেলার মোট ৬ হাজার ১৮০ জন করোনা পরীক্ষার আওতায় এসেছেন। তাঁদের মধ্যে পাঁচ হাজার ৮৭১ জনের নমুনা পরীক্ষার প্রতিবেদন এ পর্যন্ত পাওয়া গেছে।