কুষ্টিয়ায় এক দিনে সর্বোচ্চ ১৮ জনের করোনা শনাক্ত
কুষ্টিয়ায় এক দিনে সর্বোচ্চ ১৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে জেলার ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র শামীমুল ইসলাম রয়েছেন। সোমবার সন্ধ্যায় কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়।
কুষ্টিয়ার সিভিল সার্জন এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, জেলায় গত পাঁচ দিনে ৫০ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত জেলায় কোনো করোনা রোগী মারা যাননি। সবাই সুস্থ হয়ে যাচ্ছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, করোনায় নতুন আক্রান্ত ১৮ জনের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলার নয়জন, দৌলতপুরে তিনজন, ভেড়ামারায় দুজন, মিরপুরে একজন ও খোকসার তিনজন রয়েছেন।
করোনায় আক্রান্ত ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র শামীমুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘শরীরে করোনার কোনো উপসর্গ নেই। সুস্থ আছি। করোনাকালের প্রথম দিন থেকেই মুখে মাস্ক, হাতে গ্লাভস ও প্রয়োজন অনুযায়ী পিপিই পরে মাঠে কাজ করে যাচ্ছিলাম। কীভাবে আক্রান্ত হলাম বুঝতে পারছি না। বাড়িতেই চিকিৎসকদের পরামর্শে আইসোলেশনে আছি। সবাই দোয়া করবেন।’