রাজবাড়ীতে ওসিসহ পাঁচজনের করোনা শনাক্ত
রাজবাড়ীর কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পাঁচজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজবাড়ী জেলায় মোট চারজন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হলেন। রোববার বিষয়টি নিশ্চিত করেছে জেলা পুলিশ সুপার ও সিভিল সার্জন কার্যালয়।
করোনা আক্রান্ত ওসির নাম কামরুল হাসান। জেলা পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান বলেন, ওসি কামরুল হাসানের শ্বশুর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এরপর কামরুলের ছেলের দেহে করোনার সংক্রমণ ধরা পড়ে। সবশেষ কামরুলের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেল। এর আগে আরও তিনজন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। তবে তাঁরা সুস্থ আছেন।
রাজবাড়ীর সিভিল সার্জন মো. নুরুল ইসলাম বলেন, নতুন করে ১৪১ জনের নমুনা পরীক্ষা করে পাঁচজনের দেহে করোনার অস্তিত্ব পাওয়া গেছে। এর মধ্যে কালুখালী থানার একজন আছেন। অন্য চারজনের বাড়ি বালিয়াকান্দি উপজেলায়। এ নিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ৮৫ জনে।