গাজীপুরে এক দিনে আরও ১৩৭ জনের করোনা শনাক্ত
গাজীপুরে নতুন করে আরও ১৩৭ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয় গাজীপুরে মোট কোভিড–১৯ রোগী শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭০৪। গাজীপুরের সিভিল সার্জন মো. খাইরুজ্জামান আজ রোববার প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন কাযালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় গাজীপুরে নতুন করে আরও ১৩৭ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। তাঁদের মধ্যে কালিয়াকৈরে ৫ জন ও গাজীপুর সদরে ১৩২ জন আছেন। বাকি উপজেলায় নতুন কেউ আক্রান্ত নেই।
এ পর্যন্ত শনাক্ত ১ হাজার ৭০৪ জনের মধ্যে কালিয়াকৈর উপজেলায় ১৮৭ জন, কালীগঞ্জে ১৫৫, কাপাসিয়ায় ১১৪, শ্রীপুর উপজেলায় ১১৮ আর গাজীপুর সদর ও সিটি করপোরেশন এলাকা মিলে ১ হাজার ১৩০ জন আছেন। সংক্রমিতদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩২০ জন। কোভিডে এখন পর্যন্ত মারা গেছেন ১৫ জন।