চাঁদপুরে কোভিডে আক্রান্ত একজন ও উপসর্গ নিয়ে একজনের মৃত্যু
চাঁদপুরে কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে একজন এবং সংক্রমণের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত ১১টার দিকে হাজীগঞ্জ উপজেলার বলাখাল এলাকায় একজন (৪৫) উপসর্গ নিয়ে ও আজ রোববার সকাল ১০টার দিকে চাঁদপুর শহরের দক্ষিণ গুনরাজদীতে (৬০) কোভিডে আক্রান্ত একজন মৃত্যুবরণ করেন।
হাজীগঞ্জ থানার ওসি (তদন্ত) আবদুর রশিদ জানান, বলাখালে ওই ব্যক্তি মারা যাওয়ার পর আজ রোববার বেলা ১১টায় নিজ এলাকায় স্বাস্থ্যবিধি মেনে তাঁর দাহ সম্পন্ন করা হয়েছে।
অন্যদিকে চাঁদপুর শহরে মৃত্যুবরণকারী ওই ব্যক্তির বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। করোনা সন্দেহে তাঁর করোনার নমুনা পরীক্ষা করা হয়। ৪ জুন সকালে তাঁর রিপোর্ট পজিটিভ আসে। তিনি নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে তাঁর ছেলে জানিয়েছেন।
চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাজেদা বেগম জানান, স্বাস্থ্যবিধি মেনে তাঁর দাফন সম্পন্ন করা হয়।