বগুড়ায় স্বাস্থ্যকর্মীসহ আরও ৫২ জনের করোনা শনাক্ত
বগুড়ায় ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫২ জন কোভিড–১৯ রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে গতকাল শুক্রবার রাত পর্যন্ত জেলায় কোভিড-১৯ রোগীর সংখ্যা ৫৬৯ জন।
জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষা হয়। সেখানে বগুড়ার ৫২ জনের করোনা পজেটিভ আসে। নতুন সংক্রমিতদের মধ্যে মোহাম্মদ আলী হাসপাতালের চারজন স্বাস্থ্যকর্মী আছেন।
বগুড়ার ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান গতকাল রাতে প্রথম আলোকে বলেন, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ল্যাবরেটরিতে বগুড়ার ১৬৬টি নমুনার মধ্যে ৩৯ জনের করোনা পজিটিভ আসে। অন্যদিকে টিএমএসএস মেডিকেল কলেজে বগুড়ার ২০টি নমুনার মধ্যে ১৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়।
নতুন শনাক্ত ৫২ জনের মধ্যে বগুড়া শহরের ৪২ জন, শাজাহানপুর উপজেলার আটজন এবং শেরপুর উপজেলার ২ জন আছেন। শহরের ৪২ জনের মধ্যে মোহাম্মদ আলী হাসপাতালের চারজন স্বাস্থ্যকর্মীও আছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, জেলার মধ্যে বগুড়া শহরে সর্বোচ্চ ৩৪৬ জনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। অন্য উপজেলার মধ্যে শাজাহানপুরে ৪২ জন, গাবতলীতে ৩৪ জন, কাহালুতে ১৭ জন, শেরপুরে ৪০ জন, শিবগঞ্জে ৯ জন, আদমদীঘিতে ১২ জন, সারিয়াকান্দিতে ২৩ জন, সোনাতলায় ১১ জন, দুপচাঁচিয়ায় ১৩ জন, ধুনটে ১৪ জন এবং নন্দীগ্রাম উপজেলায় ৮ জন আছেন।