গাজীপুরে কোভিডে আক্রান্তের সংখ্যা ১৫ শ ছাড়িয়েছে
গাজীপুরে নতুন করে কোভিড–১৯–এ আক্রান্ত হয়েছে ৪১ জন। এ নিয়ে জেলায় করোনাভাইরাস শনাক্ত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ১ হাজার ৫৩১। আজ শুক্রবার দুপুরে গাজীপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে ওই তথ্য পাওয়া গেছে।
গাজীপুরের সিভিল সার্জন মো. খাইরুজ্জামান জানান, নতুন আক্রান্ত ব্যক্তিদের মধ্যে গাজীপুর সদরে ১৮ জন, কালিয়াকৈরে ৭ জন, কালীগঞ্জে ৪ জন ও কাপাসিয়ায় ১২ জন।
এ নিয়ে গাজীপুরে মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৩১। এঁদের মধ্যে কালিয়াকৈর উপজেলায় ১৭০ জন, কালীগঞ্জে ১৫৫, কাপাসিয়ায় ১১৪, শ্রীপুর উপজেলায় ১১৮ জন এবং গাজীপুর সদর উপজেলা ও সিটি করপোরেশন এলাকা মিলে ৯৭৪ জন। এ পর্যন্ত মারা গেছেন ১৩ জন। সুস্থ হয়েছেন ২৯২ জন।