খুলনা বিভাগে কোভিডে আক্রান্ত ৬৫০ ছাড়াল
খুলনা বিভাগের ১০ জেলায় কোভিড-১৯-এ আক্রান্ত রোগীর সংখ্যা ৬৫০ ছাড়িয়েছে। বিভাগে যশোর ও খুলনার পর এবার চুয়াডাঙ্গাতেও শনাক্ত ব্যক্তির সংখ্যা ১০০ ছাড়িয়েছে। কুষ্টিয়া ১০০ ছুঁই ছুঁই করছে। আজ বৃহস্পতিবার দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক রাশেদা সুলতানা এ তথ্য জানান।
খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় (৩ জুন সকাল ৮টা থেকে ৪ জুন সকাল ৮টা) ৩৬ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এই সময়ের মধ্যে বিভাগের কোনো রোগী সুস্থ হননি। মৃত্যুরও কোনো খবর পাওয়া যায়নি।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য (পরিচালক) দপ্তর সূত্রে জানা গেছে, গত ১০ মার্চ খুলনায় করোনা পরীক্ষার হিসাব রাখা শুরু হয়। গত ৭ এপ্রিল করোনা পরীক্ষা শুরু হয়। এরপর থেকে ৪ জুন বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত এ বিভাগে ৬৫১ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। তাঁদের মধ্যে মারা গেছেন ১০ জন। আক্রান্ত রোগীদের মধ্যে হাসপাতালে থেকে চিকিৎসা নিয়েছেন বা নিচ্ছেন ১১৭ জন। হাসপাতালে এখন ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন ৭১ জন। সুস্থ হয়েছেন ২৯২।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ১৬ জন কোভিড রোগী শনাক্ত হয়েছেন কুষ্টিয়া জেলায়। ওই জেলায় এখন করোনা রোগীর সংখ্যা ৯০। তাঁদের মধ্যে ২৯ জন সুস্থ হয়েছেন। কেউ মারা যাননি। খুলনা ও যশোরের পর চুয়াডাঙা জেলায় কোভিড পজিটিভ রোগীর সংখ্যা শত পেরিয়ে দাঁড়িয়েছে ১০১ জনে। সেখানকার ৭৭ জন সুস্থ হয়েছেন আর মারা গেছেন ১ জন।
খুলনায় বর্তমানে কোভিড রোগীর সংখ্যা ১২২ জন। বিভাগের মধ্যে খুলনা জেলাই শীর্ষে। ১১৪ জন রোগী নিয়ে এরপরই আছে যশোর। সেখানকার ৭৮ জন সুস্থ হয়েছেন; কেউ মারা যাননি। বিভাগের মধ্যে ঝিনাইদহে ৫৩ জন, সাতক্ষীরায় ৪৮ জন, বাগেরহাটে ৩৮ জন, নড়াইলে ২৬ জন, মাগুরায় ৩৪ জন আর মেহেরপুরে ২৫ জন করোনার রোগী শনাক্ত হয়েছে।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক রাশেদা সুলতানা প্রথম আলোকে বলেন, মানুষ যদি এখনো স্বাস্থ্যবিধি না মেনে চলে, তবে পরিস্থিত খারাপ হতে পারে।