কিশোরগঞ্জে আরও ৫২ জনের করোনা শনাক্ত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কিশোরগঞ্জে গতকাল বুধবার আরও ৫২ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে সংক্রমিতের সংখ্যা ৪৫৬ হয়েছে।


গতকাল বুধবার রাতে কিশোরগঞ্জের সিভিল সার্জন মো. মুজিবুর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নতুন শনাক্ত ৫২ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলার ১৩ জন, করিমগঞ্জ উপজেলার ৯ জন, তাড়াইল উপজেলার ৮ জন, পাকুন্দিয়া উপজেলার ৭ জন, কুলিয়ারচর উপজেলার একজন, নিকলী উপজেলার ৪ জন, বাজিতপুর উপজেলার একজন, ইটনা উপজেলার একজন এবং ভৈরব উপজেলার ৮ জন আছেন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জে মারা গেছেন ১২ জন কোভিড–১৯ রোগী। সুস্থ হয়েছেন ২১০ জন।