গাজীপুরে আরও ৮৮ জন কোভিড আক্রান্ত
গাজীপুরে গত ২৪ ঘণ্টায় নতুন ৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা রোগী শনাক্তের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৪৩০ জনে। আজ বুধবার সকালে গাজীপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে এই তথ্য পাওয়া গেছে।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, নতুন শনাক্ত রোগীদের মধ্যে সদরে ৫৩ জন, কালিয়াকৈরে ২৫, কালীগঞ্জে ৭ ও কাপাসিয়া উপজেলায় ৩ জন। জেলায় এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৯ জন। আর সুস্থ হয়েছেন ২৮৫ জন।
সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. শাহিন জানান, গত ২৪ ঘণ্টায় ৪৮২ জনের নমুনা পরীক্ষা করে ৮৮ জনের করোনা পজিটিভ এসেছে। গাজীপুর থেকে এ পর্যন্ত ১১ হাজার ৬৩৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে পজিটিভ এসেছে ১ হাজার ৪৩০ জনের।