ফরিদপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীসহ আরও ২৩ জনের করোনা শনাক্ত
ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় নারী চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীসহ আরও ২৩ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় শনাক্তের সংখ্যা দাঁড়াল ২৮৮।
আজ রোববার সন্ধ্যায় ফরিদপুর মেডিকেল কলেজের করোনা শনাক্তকরণ ল্যাব সূত্রে এ তথ্য জানা গেছে।
ফরিদপুরে নতুন করে যে ২৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে তাদের মধ্যে ভাঙ্গায় ৮ জন, ফরিদপুর সদরে ৭, নগরকান্দায় ৩, চরভদ্রাসনে ২ এবং সদরপুর, মধুখালী ও আলফাডাঙ্গা উপজেলায় ১ জন করে। আক্রান্তের মধ্যে ৬ জন নারী ও ১৭ জন পুরুষ।
আক্রান্ত নারী চিকিৎসক ফরিদপুরের একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত রয়েছেন। যে স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন, তিনিও একজন নারী।
ফরিদপুরের করোনা শনাক্তকরণ ল্যাব সূত্রে জানা গেছে, আজ রোববার ফরিদপুর ও গোপালগঞ্জের মোট ২৪৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। মোট পজিটিভ শনাক্ত হয়েছে ৪৭ জনের। এর মধ্যে ফরিদপুরে ২৩, গোপালগঞ্জে ২২ জন ও রাজবাড়ীর পুরোনো একজনসহ ২ জন।
ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে যে ২৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে, তাঁদের প্রত্যেকের বাড়ি লকডাউন করা হয়েছে।