নবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ৮৯ জনের করোনা শনাক্ত, একই পরিবারের ১১
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ২৪ ঘণ্টায় ৮৯ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। বান্দুরা ইউনিয়নে আক্রান্ত হয়েছেন একই পরিবারের ১১ জন। উপজেলায় এখন কোভিড-১৯ রোগীর সংখ্যা ১৫২।
নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হর গোবিন্দ বলেন, ঈদের আগে ও পরে ১৯৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল। গত শনিবার রাতে তাঁরা নমুনা পরীক্ষার প্রতিবেদন হাতে পেয়েছেন। এতে দেখা গেছে, ৮৯ জন করোনা ’পজিটিভ’।
চিকিৎসক হর গোবিন্দ আরও বলেন, উপজেলায় এ পর্যন্ত ১৫২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৪ জন; মৃত্যু হয়েছে একজনের।