সিলেটে র্যাবের ১৩ সদস্যের করোনা শনাক্ত
সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৯) ১৩ সদস্যের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের পরীক্ষাগারে তাঁদের নমুনা পরীক্ষার ফল গতকাল শুক্রবার রাতে জানা গেছে।
সিলেট র্যাব-৯–এর সহকারী পুলিশ সুপার (গণমাধ্যম) ওবাইন রাখাইন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব সূত্রে জানা গেছে, গতকাল সিলেট র্যাব ক্যাম্পের ২০ সদস্যের নমুনা সংগ্রহ করা হয়। তাঁদের মধ্যে কয়েকজনের করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার উপসর্গ ছিল। পরে নমুনা পরীক্ষায় ১৩ জনের করোনা পজেটিভ আসে। এই কোভিড–১৯ রোগীদের সবাই কোনো না কোনো সময় টহল দলে দায়িত্ব পালন করেছেন। কয়েকজনের হালকা জ্বর ও সর্দি থাকায় কোয়ারেন্টিনে রাখা হয়েছিল। পরে শুক্রবার নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পরীক্ষার পর করোনা পজেটিভ ফল আসে।
র্যাব–৯–এর এএসপি ওবাইন রাখাইন বলেন, আক্রান্ত কয়েকজনের মধ্যে হালকা জ্বর-সর্দি থাকলেও কোনো উপসর্গ নেই। বর্তমানে উপসর্গহীন কোভিড–১৯ রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় বাকিদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। আক্রান্ত র্যাব সদস্যদের ব্যারাকে আইসোলেশনে রাখা হয়েছে। তাঁরা বর্তমানে ভালো আছেন। শারীরিক অবস্থার অবনতি হলে করোনার চিকিৎসার জন্য নির্ধারিত হাসপাতালে ভর্তি করা হবে।