শ্যামনগরে প্রথম করোনা রোগী শনাক্ত
ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে লন্ডভন্ড শ্যামনগর উপজেলায় প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে সাতক্ষীরা জেলায় ৩২ জন করোনা পজিটিভ শনাক্ত হলেন। এঁদের মধ্যে ৩১ জনই বাইরে থেকে সাতক্ষীরায় আসেন।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের কর্মকর্তা জয়ন্ত সরকার জানান, শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ওই যুবকের নমুনা সংগ্রহের পর আজ রোববার পজিটিভ আসে। ২৮ বছর বয়সী ওই যুবক ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। ১৮ মে এলাকায় ফিরে আসে। হালকা জ্বর থাকায় পরিবারের পরামর্শে ১৯ মে তাঁর নমুনা সংগ্রহ করেন শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সদস্যরা। পরে তা পাঠানো হয় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে।
এদিকে ঢাকাফেরত ওই যুবকের বাড়ি লকডাউন করা হয়েছে। এ ছাড়া বাড়িতে ফেরার পর একদিন পাশের গ্রামে শ্বশুরবাড়িতে অবস্থান করায় ওই বাড়িও লকডাউন করা হয়েছে।
করোনায় আক্রান্ত যুবক জানিয়েছেন ১৭ মে আরও চারজনের সঙ্গে মিলে স্ত্রীকে নিয়ে তিনি ঢাকা থেকে বাড়িতে ফেরেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আ ন ম আবুজর গিফারী জানিয়েছেন, ওই যুবকের পরিবারের কয়েকজনের নমুনা সংগ্রহ করা হবে।