শেরপুরে আরও সাতজন করোনা আক্রান্ত
শেরপুরে নতুন করে তিন পুলিশ সদস্যসহ আরও সাতজন করোনাভাইরাসে (কোভিড–১৯) আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত পুলিশ সদস্যের সংখ্যা হলো ২১ জন। আর মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭৫ জনে।
গতকাল শুক্রবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরীক্ষাগার থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
জেলা ও উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, নতুন করে আক্রান্ত হওয়া সাতজনের মধ্যে একজন সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই), দুজন কনস্টেবল এবং আগে আক্রান্ত এক কনস্টেবলের ১০ বছরের ছেলে রয়েছে। এ ছাড়া নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার একান্ত সহকারী ও জেলা সদর হাসপাতালের অস্ত্রোপচার কক্ষের একজন কর্মী রয়েছেন।
জেলার সিভিল সার্জন আনওয়ারুর রউফ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে সামাজিক সংস্পর্শের কারণেই তাঁরা করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। আক্রান্ত তিন পুলিশ সদস্যকে জেলা সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে। আর অন্যরা বাড়িতে আইসোলেশনে আছেন। তাঁদের সংস্পর্শে আসা অন্যদের নমুনা সংগ্রহ করা হবে বলে জানান তিনি।