নবাবগঞ্জে এক দিনে প্রায় দ্বিগুণ হলো কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা
ঢাকার নবাবগঞ্জে আরও ২১ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় কোভিড–১৯ আক্রান্তের সংখ্যা ৪৫ জনে দাঁড়িয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গতকাল বুধবার রাতে ঢাকা থেকে পাঠনো নমুনা পরীক্ষার ফলাফলে ২১ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। যাঁদের মধ্যে উপজেলার নতুন বান্দুরা এলাকার ১৮ জন, নয়নশ্রী এলাকার দুজন ও বান্দুরা বাজার এলাকার একজন আছেন।
নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, গত বুধবার রাতে ঢাকা থেকে পাঠানো শরীরে নমুনা পরীক্ষায় আরও ২১ জন জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত নবাবগঞ্জে ৪৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি আরও বলেন, সরকারি নির্দেশনা মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে। সচেতনতাই করোনার সংক্রমণ থেকে রক্ষা করতে পারে।