বগুড়ায় করোনা শনাক্তের সংখ্যা ১০০ ছাড়াল
বগুড়ায় করোনাভাইরাস সংক্রমিত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১২। গতকাল বুধবার নতুন করে আরও ১৭ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে পাঁচজন কারারক্ষী ও দুজন পুলিশ কনস্টেবল।
এ নিয়ে ২৭ পুলিশ, ৬ কারারক্ষী, ১১ চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ জেলায় ১১২ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হলেন।
বগুড়ার ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান গতকাল রাতে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, নতুন করে শনাক্ত হওয়া পাঁচজন বগুড়া কারাগারের কারারক্ষী এবং দুজন বগুড়া কারাগার ও শেরপুর থানার পুলিশ কনস্টেবল। এ ছাড়া গাবতলী উপজেলার এক দম্পতিসহ চারজন, শেরপুর উপজেলার দুজন এবং সদরের আর চারজন বাসিন্দা আছেন। তিনি আরও বলেন, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে বগুড়া জেলা থেকে সংগ্রহ করা ১৮৮টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে ১৭ জন করোনা পজেটিভ হয়েছেন।