করোনায় বিশ্বে ৬৬৮ বাংলাদেশির মৃত্যু, আক্রান্ত ২৯০০০
করোনাভাইরাসের সংক্রমণে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সৌদি আরবে বাংলাদেশের নাগরিকদের মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত এক সপ্তাহে দেশটিতে ১৪ জন বাংলাদেশি মারা গেছেন। আজ মঙ্গলবার পর্যন্ত দেশটিতে অন্তত ১০২ জন বাংলাদেশি মারা গেছেন করোনাভাইরাসের সংক্রমণে। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় আট হাজার বাংলাদেশি।
সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাস ও জেদ্দায় কনস্যুলেট এবং প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে এ তথ্য পাওয়া গেছে।
অবশ্য গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে করোনাভাইরাসে কোনো বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া যায়নি। এখন পর্যন্ত এই দুই দেশে সবচেয়ে বেশি বাংলাদেশি মারা গেছেন ভাইরাসটির সংক্রমণে
মঙ্গলবার পর্যন্ত ১৭ দেশে ৬৬৮ জন বাংলাদেশি করোনাভাইরাসের সংক্রমণে মারা গেছেন। তাঁদের মধ্যে যুক্তরাষ্ট্রে ২৫৮ জন, যুক্তরাজ্যে ২০০, সৌদি আরবে ১০২, সংযুক্ত আরব আমিরাতে ৪৫, কুয়েতে ১৭, ইতালিতে ৯, কানাডায় ৯, ফ্রান্সে ৫, স্পেনে ৫, কাতারে ৪, সুইডেনে ৮, মালদ্বীপ, পর্তুগাল, কেনিয়া, লিবিয়া, দক্ষিণ আফ্রিকা ও গাম্বিয়ায় ১ জন করে বাংলাদেশি মারা গেছেন।
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে সবচেয়ে বেশি বাংলাদেশি মারা গেলেও এ দুই দেশে কতজন আক্রান্ত হয়েছেন, সেটি এখন পর্যন্ত জানা যায়নি। তবে মঙ্গলবার পর্যন্ত সবচেয়ে বেশি বাংলাদেশি আক্রান্ত হয়েছেন সিঙ্গাপুরে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়ে গেছে। এ ছাড়া সৌদি আরবে আট হাজার, কাতারে তিন হাজার, সংযুক্ত আরব আমিরাতে দুই হাজার, কুয়েতে প্রায় এক হাজার, বাহরাইনে ৪০০, ইতালিতে ২০০ এবং স্পেনে দেড় শ বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।
অর্থাৎ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য বাদ দিয়ে এই ৮ দেশে সবচেয়ে বেশি বাংলাদেশি আক্রান্ত হয়েছেন সিঙ্গাপুরে। মঙ্গলবার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশির সংখ্যা ২৯ হাজার ছাড়িয়ে গেছে।