ব্রাহ্মণবাড়িয়ায় আরও ৭ জনের করোনা শনাক্ত
ব্রাহ্মণবাড়িয়ার পাঁচ উপজেলায় ২৪ ঘণ্টায় দুই নারীসহ সাতজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় তাদের করোনা পরীক্ষার ফল সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছে। সাতজনের মধ্যে কসবা উপজেলার একজন আছেন। কসবায় এটিই প্রথম কোভিড–১৯ রোগী শনাক্তের ঘটনা।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা সাতটার দিকে জেলার ১৮৪ জনের করোনার পরীক্ষার নমুনার ফল আসে। এর মধ্যে নবীনগর উপজেলায় তিনজন, সদরে একজন, সরাইলে একজন, বিজয়নগরে একজন এবং কসবায় একজনের করোনা 'পজিটিভ' প্রতিবেদন আসে।
শনিবার পর্যন্ত জেলায় ২ হাজার ৬৫৮ জনের নুমনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ২ হাজার ৩৮৪ জনের নমুনার ফলাফল পাওয়া গেছে। শনিবারের সাতজন নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭০। এর মধ্যে মারা গেছেন দুজন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪১ জন। আইসোলেশনে আছেন ২০ জন। ব্রাহ্মণবাড়িয়ায় আইসোলেশনে ১৫ জন, ঢাকায় চারজন ও কুমিল্লায় একজন।
ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন মোহাম্মদ একরাম উল্লাহ প্রথম আলোকে বলেন, শনিবার সন্ধ্যায় জেলায় সাতজনের করোনাভাইরাস সংক্রমণের ফল আসে। তাদের মধ্যে বিজয়নগর ও সরাইলের দুজনকে ব্রাহ্মণবাড়িয়া বক্ষব্যাধি হাসপাতালের আইসোলেশনে আনা হবে। বাকিদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।