নেত্রকোনায় করোনায় আক্রান্ত ১০০ ছাড়াল
নেত্রকোনায় নতুন করে আরও ১৫ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে ১২ জনই কেন্দুয়া উপজেলার। আর তিনজন দুর্গাপুরের। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা ১০০ জন ছাড়াল শনিবার জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য জানিয়েছে।
জেলা সিভিল সার্জন মো. তাজুল ইসলাম বলেন, নেত্রকোনায় আরও ১৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এক দিনে এটি সবচেয়ে বেশি শনাক্তের সংখ্যা। এ নিয়ে জেলায় ১১১ জন কোভিড-১৯–এ আক্রান্ত হলেন। তাঁদের মধ্যে অবশ্য ৩৮ জন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন। আর দুজন মারা গেছেন।
স্বাস্থ্য বিভাগ বলছে, গত ১০ এপ্রিল জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর থেকে রোগীর সংখ্যা বেড়েই চলেছে। আক্রান্তের হার বাড়ার পেছনে গ্রামে ফেরা লোকজনের ভূমিকা বেশি। আক্রান্তদের ৬০ শতাংশই নারায়ণগঞ্জ ও ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে ফেরা মানুষ। বাকিরা তাঁদের সংস্পর্শে এসে আক্রান্ত হচ্ছেন।