দেবীদ্বারে এক দিনে ২৫ জনের করোনা শনাক্ত
কুমিল্লার দেবীদ্বারে আজ শুক্রবার এক দিনে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২৫ জন। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১০২। মারা গেছেন এ পর্যন্ত আটজন। দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহাম্মদ কবীর প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, দেবীদ্বারে গত তিন দিনে করোনা শনাক্ত হয়েছে ৬০ জনের। এর মধ্যে আজ শুক্রবার এক দিনেই ২৫ জন, গত বৃহস্পতিবার ১৬ জন ও গত বুধবার ১৯ জন। দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি আছেন তিনজন, বাড়িতে হোম আইসোলেশনে আছেন ৮৯ জন। পরপর দুবার নেগেটিভ প্রতিবেদন আসায় দুজনকে আজ সুস্থ ঘোষণা করা হয়েছে।
জেলা করোনাবিষয়ক ফোকাল পারসন ও কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন মো. সাহাদাত হোসেন বলেন, জনগণকে সচেতন হতে হবে। কুমিল্লার ১৭টি উপজেলায় মোট ২৪৮ জন রোগী শনাক্ত হলো। এর মধ্যে ১০২ জনই দেবীদ্বারের। মৃতের সংখ্যাও এই উপজেলায় সবচেয়ে বেশি।
কুমিল্লার একটি গ্রামের ২৭ বছরের অন্তঃসত্ত্বা এক নারী বাড়িতে মারা যান। খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহাম্মদ কবীর স্বাস্থ্যকর্মী পাঠিয়ে তাৎক্ষণিক ওই নারীর নমুনা সংগ্রহ করেন। আজ নমুনা প্রতিবেদনে ওই নারীর করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। কোনো ধরনের উপসর্গ ছাড়াই তিনি করোনায় আক্রান্ত ছিলেন। কুমিল্লার ১৭ উপজেলার মধ্যে তিনিই প্রথম নারী, যিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান।