রাবি শিক্ষার্থী করোনায় আক্রান্ত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী। রাজধানীতে নিজের বাসায় অবস্থানকালে তিনি আক্রান্ত হয়েছেন।


আজ সোমবার বিকেলে আক্রান্ত শিক্ষার্থীর এক সহপাঠী এ তথ্য নিশ্চিত করেছেন। তাঁর বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক আবদুল্লাহ আল মামুনও বিষয়টি নিশ্চিত করেছেন।


করোনা শনাক্ত হওয়া শিক্ষার্থীর সহপাঠী বলেন, তাঁর সহপাঠী তাঁকে বিকেলে ফেসবুকে মেসেজ দিয়ে করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি জানিয়েছেন। ওই শিক্ষার্থীর বাবা গত শনিবার করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল রোববার পরিবারের আরও তিন সদস্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করানো হয়। আজ ওই শিক্ষার্থীর পজিটিভ আসে।


ওই সহপাঠী আরও জানান, আক্রান্ত শিক্ষার্থী ও তাঁর বাবা হাসপাতালে চিকিৎসাধীন। দুজনই ভালো আছেন বলে তাঁকে জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. লুৎফর রহমান জানান, তিনি শিক্ষার্থীর পরিবারের সঙ্গে এরই মধ্যে যোগাযোগ করেছেন। ওই শিক্ষার্থীসহ তাঁর বাবা ভালো আছেন।