মা ও ৫ মাসের শিশু করোনায় আক্রান্ত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নীলফামারীর সৈয়দপুরে পাঁচ মাসের শিশুসহ মায়ের করোনা পজিটিভ পাওয়া গেছে। গতকাল রোববার রাতে এই মা–শিশুসহ জেলায় নতুন করে ১২ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এ ছাড়া এক চিকিৎসক ও একই পরিবারের ছয়জন রয়েছেন।


সৈয়দপুরে আক্রান্ত শিশুটির বাবাও কয়েক দিন আগে করোনায় আক্রান্ত হয়ে বর্তমানে আইসোলেশনে রয়েছেন। তাঁদের বাসা ইসলামী ব্যাংক সৈয়দপুর শাখাসংলগ্ন এলাকায়। গতকাল রাতেই ওই এলাকা লকডাউন করে উপজেলা প্রশাসন এবং মা ও সন্তানকে বাসাতেই আইসোলেশন করা হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাসিম আহমেদ জানান, শিশুর কথা চিন্তা করে শিশু ও তার মাকে তাদের বাসাতেই আইসোলেশন করা হয়েছে।


জেলার সিভিল সার্জন রণজিৎ কুমার বর্মন জানান, গতকাল রাত পর্যন্ত এক চিকিৎসকসহ ১২ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে জেলা সদরে সাতজন, ডোমারে দুজন, সৈয়দপুর এক শিশু (পাঁচ মাস) ও তার মাসহ দুজন এবং ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নারী চিকিৎসক রয়েছেন। জেলায় এ পর্যন্ত শনাক্ত হওয়া ৫২ জনের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন।