দিনাজপুরে ২৪ ঘণ্টায় আরও ৯ জনের করোনা শনাক্ত
দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন এক গর্ভবতী নারীসহ নতুন করে ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে বীরগঞ্জ উপজেলায় প্রথম চারজনের করোনা শনাক্ত হয়েছে। এক দিনে দিনাজপুরে এটাই সর্বোচ্চ করোনা আক্রান্তের ঘটনা। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫০ জনে। ১৩টি উপজেলার মধ্যে খানসামা ছাড়া সব উপজেলায় করোনা রোগী শনাক্ত হয়েছে। সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন আব্দুল কুদ্দুস।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, আক্রান্ত ৫০ জনের মধ্যে সর্বোচ্চ সদর উপজেলায় ১৩ জন এবং সর্বনিম্ন ফুলবাড়ি ও চিরিরবন্দর উপজেলায় একজন করে। নবাবগঞ্জ, বোচাগঞ্জ, বিরল ও ঘোড়াঘাট উপজেলায় চারজন করে, হাকিমপুর ও বিরল উপজেলায় দুজন করে, পার্বতীপুরে পাঁচজন, কাহারোলে সাতজন, বিরামপুরে তিনজনের করোনা শনাক্ত হয়েছে।
আক্রান্তদের মধ্যে পুরুষ ৩৭ জন, শিশু তিনজন এবং নারী ১০ জন। স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছেন ছয়জন। নারায়ণগঞ্জ ও ঢাকা ফেরত আছেন ৩১ জন। অন্য সবাই দেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন সময়ে দিনাজপুরে প্রবেশ করেছেন।
জেলা সিভিল সার্জন আব্দুল কুদ্দুস বলেন, আক্রান্তদের সবাই হোম আইসোলেশনে থেকে চিকিৎসাসেবা গ্রহণ করছেন। চিকিৎসকেরা নিয়মিত তাঁদের খোঁজ রাখছেন। এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে থেকে গর্ভবতী নারীর করোনা শনাক্ত হওয়ায় ওই ওয়ার্ডের সবাইকে হোম কোয়ারেন্টিনে রাখার ব্যবস্থা করা হয়েছে। অ্যাম্বুলেন্স চালককেও হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ও অ্যাম্বুলেন্সটিকে জীবাণুমুক্ত করা হয়েছে।