ত্রাণের দাবিতে পরিবহনশ্রমিকদের বিক্ষোভ
ত্রাণের দাবিতে লালমনিরহাটের কালীগঞ্জে আজ রোববার সকালে লালমনিরহাট -পাটগ্রাম-বুড়িমারী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কর্মহীন কয়েক শ বাস, মিনিবাস ও ট্রাকশ্রমিক।
কালীগঞ্জ উপজেলা মোটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন এ সময় বলেন, গত ২৬ মার্চ থেকে করোনা সংকটের কারণে সরকারি নির্দেশে বাস, মিনিবাস চলাচল বন্ধ রয়েছে। যার যেটুকু অর্থ জমা ছিল, তা এখন শেষ। অনেকে ধার করে চলছে। এখন আর ধারও পাওয়া যাচ্ছে না।
দেলোয়ার বলেন, ‘ত্রাণসহায়তা দেওয়ার কথা বলে মাসখানেক আগে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আমাদের কাছ থেকে কর্মহীন শ্রমিকের তালিকা জমা নিয়েছেন, কিন্তু তিনি এখনো ত্রাণের ব্যবস্থা করতে পারলেন না, আমরা আশায় ছিলাম, এখন উপায় না পেয়ে মহাসড়কে ত্রাণের জন্য দাঁড়িয়েছি।’
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রবিউল হাসান কর্মহীন বাস ও মিনিবাস শ্রমিকদের নামের তালিকা নেওয়ার কথা স্বীকার করে বলেন, ‘আমরা তালিকাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের দিয়েছি, ত্রাণের ব্যবস্থা করার জন্য। ইউপি চেয়ারম্যানরা এই তালিকার যাঁদের ত্রাণের ব্যবস্থা করতে পারেননি, তাঁদের জন্য কী করা যায় সেটা দেখছি।’
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেন, সকালে তুষভান্ডার ইউনিয়নের রওশন ফিলিংস্টেশনের সামনের মহাসড়ক অবরোধ করে এক ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেন কর্মহীন পরিবহনশ্রমিকেরা। পরে তাঁদের বুঝিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।