করোনায় অবসরপ্রাপ্ত এক শিক্ষকের মৃত্যু
বাবা ও ছেলে করোনায় আক্রান্ত হয়ে একসঙ্গে ভর্তি হয়েছিলেন রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। সেখানে চিকিত্সাধীন অবস্থায় আজ রোববার ভোরে মারা গেলেন বাবা।
নিহত ব্যক্তি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক ছিলেন।
নিহত ব্যক্তির প্রতিবেশী ও নাঙ্গলকোট প্রেসক্লাবের সভাপতি মজিবুর রহমান মোল্লা বলেন, অবসরের বেশ কয়েক বছর পর এই ব্যক্তি ঢাকায় ছেলের কাছে চলে যান। সেখানেই তিনি থাকতেন। ৬ মে তাঁর এক ছেলে ও তাঁর করোনা শনাক্ত হয়। এরপর তাঁদের রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। আজ রোববার ভোর পাঁচটায় তিনি মারা যান।
কুমিল্লা জেলা করোনাবিষয়ক ফোকাল পারসন ও কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন মো. সাহাদাত হোসেন বলেন, নাঙ্গলকোটের ওই শিক্ষক ঢাকায় অবস্থান করতেন। ঢাকায় তিনি আক্রান্ত হয়েছেন। ঢাকায় মারা গেছেন।