গাজীপুরে ১১ পোশাকশ্রমিক করোনায় আক্রান্ত
গাজীপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে একজনসহ আজ শনিবার পর্যন্ত ১১ জন পোশাকশ্রমিকের করোনা শনাক্ত হয়েছে। তাঁরা গাজীপুরে বিভিন্ন পোশাক কারখানায় কাজ করেন। আক্রান্ত ব্যক্তিদের কয়েকজন হাসপাতালে ও কয়েকজনকে নিজ বাসায় আইসোলেশনে রাখা হয়েছে।
গাজীপুরের সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গাজীপুরে নতুন করোনা পজিটিভ রোগীর সংখ্যা ২। এই নিয়ে এ জেলায় ৩৩৮ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। গত ২৪ ঘণ্টায় ১৩০ জনের নমুনা পরীক্ষা করে ২ জন পজিটিভ পাওয়া গেছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জেলায় এ পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে।
গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার বলেন, ৭টি পোশাক কারখানার ১১ জন শ্রমিক আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজন টঙ্গীর গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন। অন্য সাতজন হোম আইসোলেশনে রয়েছেন।
গাজীপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ শাহিন বলেন, শনাক্ত ১১ শ্রমিকের মধ্যে ৩ জনের নমুনা পরীক্ষা গাজীপুরে হয়েছে। অন্যরা নিজ নিজ জেলায় নমুনা পরীক্ষা করান।