মির্জাপুরে আরও এক করোনা রোগী শনাক্ত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

টাঙ্গাইলের মির্জাপুরে আরও একজন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় আটজনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। আজ শুক্রবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাকসুদা খানম বিষয়টি নিশ্চিত করেছেন।

করোনায় আক্রান্ত হওয়া নতুন ওই রোগীর বাড়ি উপজেলার উয়ার্শী ইউনিয়নের একটি গ্রামে। এর আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক স্বাস্থ্যকর্মী, এক পরিচ্ছন্নতাকর্মীসহ সাতজনের করোনা শনাক্ত হয়। তাঁদের মধ্যে উপজেলার কামারপাড়া গ্রামের এক নারী (৫৫) মারা গেছেন। এঁদের মধ্যে সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন দুজন। অন্যদের মধ্যে স্বাস্থ্যকর্মী তাঁর নিজের বাড়িতে আইসোলেশনে রয়েছেন। সেখানেই তাঁর চিকিৎসা চলছে।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, করোনায় আক্রান্ত আত্মগোপনে থাকা একজন নির্মাণশ্রমিককে গতকাল বৃহস্পতিবার বিকেলে খোঁজে পান উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। পরে তাঁরা তাঁকে টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করেন। তাঁর বাড়ি লালমনিরহাট সদর উপজেলায়। তিনি মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চলের একটি বাসায় ভাড়া থাকেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, করোনার উপসর্গ থাকায় ৫ মে নতুন করে আক্রান্ত ওই ব্যক্তির নমুনা তাঁর বাড়িতে গিয়ে সংগ্রহ করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠান স্বাস্থ্যকর্মীরা। আজ শুক্রবার সকালে সেখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো তাঁর নমুনা পরীক্ষার প্রতিবেদনে তিনি করোনা ‘পজিটিভ’ বলে উল্লেখ করা হয়।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাকসুদা খানম জানান, করোনায় আক্রান্ত ওই ব্যক্তিকে হাসপাতালে পাঠানোসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।