শেরপুরে করোনা আক্রান্ত পুলিশ সদস্যকে হাসপাতালে স্থানান্তর

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

শেরপুরে করোনাভাইরাসে আক্রান্ত সদর থানার এক পুলিশ সদস্যকে জেলা সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে স্থানান্তর করা হয়েছে। এর আগে জেলায় তিন পুলিশ কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হন। 

এদিকে করোনাভাইরাস পরীক্ষার জন্য আজ বৃহস্পতিবার সদর থানা ও জেলা বিশেষ শাখায় (ডিএসবি) কর্মরত ১৮ পুলিশ সদস্যের নমুনা সংগ্রহ করা হয়েছে।

সিভিল সার্জন এ কে এম আনওয়ারুর রউফ এবং সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মোবারক হোসেন আজ দুপুরে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেন।


সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মোবারক হোসেন প্রথম আলোকে বলেন, গতকাল রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরীক্ষাগার থেকে পাঠানো প্রতিবেদনে ওই পুলিশ সদস্যের করোনাভাইরাস 'পজিটিভ' বলে নিশ্চিত করা হয়।ওই পুলিশ সদস্যের করোনাভাইরাসের কোনো উপসর্গ ছিল না। নিয়মিত স্বাস্থ্যপরীক্ষার অংশ হিসেবে তাঁকেসহ আরো কয়েকজন পুলিশ সদস্যের নমুনা সংগ্রহ করা হয়েছিল।


সিভিল সার্জন এ কে এম আনওয়ারুর রউফ বলেন, গত এপ্রিল মাসে ঝিনাইগাতি থানার তিন কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হন। ইতিমধ্যে দুজন সুস্থ হয়েছেন। আর একজন রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সিভিল সার্জন আরও বলেন, গত এক মাসে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩১ জন। এর মধ্যে ২৪ জন সুস্থ হয়েছেন। আক্রান্তদের মধ্যে পাঁচ চিকিৎসকসহ ১৭ স্বাস্থ্যকর্মী রয়েছেন। সুস্থ হওয়ার পর গতকাল জেলা সদর হাসপাতালের মেডিসিন বিভাগের এক বিশেষজ্ঞ চিকিৎসককে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন সাতজনের শারীরিক অবস্থা ভালো আছে। গত ৫ এপ্রিল জেলায় প্রথম দুই নারীর করোনাভাইরাস শনাক্ত হয়।