সিলেটে আরও তিনজনের করোনা শনাক্ত
সিলেট বিভাগে একদিনে নতুন আরও তিনজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগের চার জেলায় ২৬১ জন করোনা রোগী শনাক্ত হলেন। গতকাল বুধবার রাত পৌনে ১২টার দিকে প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল রায়।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে স্থাপিত বিশেষায়িত ল্যাবে গতকাল ১৮৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সিলেটের দুইজন এবং হবিগঞ্জের একজন।
সিলেট বিভাগে করোনাভাইরাস শনাক্ত হওয়া ২৬১ জনের মধ্যে হবিগঞ্জের ৯০ জন, সিলেটের ৮০ জন, সুনামগঞ্জের ৫৭ ও মৌলভীবাজারের ৩৪ জন রয়েছেন। এর মধ্যে সাতজন সুস্থ হয়েছেন। আক্রান্তদের মধ্যে তিনজন মারা গেছেন। তাঁদের একজন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক মঈন উদ্দিন (৪৭)।