খুলনা মেডিকেলের আইসোলেশনে জ্বর-শ্বাসকষ্টে একজনের মৃত্যু
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ইউনিটে আজ মঙ্গলবার জ্বর–শ্বাসকষ্টে একজনের মৃত্যু হয়েছে। তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা জানতে তাঁর নমুনা পরীক্ষা করা হবে।
ওই ওয়ার্ডের ফোকাল পারসন শৈলেন্দ্রনাথ বিশ্বাস বলেন, জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত ওই ব্যক্তিকে গতকাল সোমবার রাত সাড়ে ১২টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়। আজ ভোরে তিনি মারা যান। তাঁর বাড়ি মাগুরা সদর উপজেলায়। তাঁর নমুনা পরীক্ষার পর জানা যাবে তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা।