কুমিল্লা নগরেও করোনা রোগী শনাক্ত, আক্রান্ত ইতালি-ফেরত যুবক

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কুমিল্লা নগরের রাজবাড়ি কম্পাউন্ড এলাকার ইতালি-ফেরত এক ব্যক্তির (৩৫) সোমবার করোনাভাইরাস শনাক্ত হয়েছে। কুমিল্লা নগরে কোনো ব্যক্তির করোনা 'পজিটিভ' হওয়ার ঘটনা এটাই প্রথম। বিষয়টি জানার পর বাড়িটি লকডাউন করা হয়েছে।

কুমিল্লা জেলা করোনা বিষয়ক ফোকাল পারসন ও কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন মো. সাহাদত হোসেন বলেন, ওই ব্যক্তি তিন মাস আগে ইতালি থেকে দেশে ফেরেন। এরপর তিনি তাঁর শ্বশুরবাড়ি কুমিল্লার আদর্শ সদর উপজেলার কালিরবাজার এলাকায় বেড়াতে যান। এর বাইরেও বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করেছেন। কয়েক দিন ধরে তিনি অসুস্থ বোধ করেন। তাঁর জ্বর ও কাশি শুরু হয়। উপসর্গগুলো করোনার মতো দেওয়ায় গত ২ মে নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। কুমিল্লা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। শনিবার হাতে পাওয়া প্রতিবেদনে দেখা যায়, তিনি করোনা 'পজিটিভ'।

সরেজমিনে সোমবার দুপুরে রাজবাড়ি এলাকায় গিয়ে দেখা গেছে, ওই ব্যক্তির বাড়ির সামনে জেলা করোনা কমিটির সদস্যরা অবস্থান করছেন। হাজির হন চিকিৎসক ও প্রশাসনের লোকজন। ওই বাড়ির পঞ্চমতলায় ওই যুবক আছেন। তাঁকে চিকিৎসা ও স্বাস্থ্যবিধির বিভিন্ন নিয়মকানুন বাতলে দেন তাঁরা। আপাতত বাড়িতেই ওই যুবকের চিকিৎসা চলবে বলে জানান উপস্থিত কর্মকর্তারা।

এই যুবককে নিয়ে কুমিল্লা জেলায় করোনাভাইরাস শনাক্ত ব্যক্তির সংখ্যা এখন ৯৩।