করোনায় আক্রান্ত মৃত ব্যক্তির জানাজা পড়ালেন সাংসদ

বরগুনার বেতাগী উপজেলার ছোট ঝোপখালী গ্রামের বাসিন্দা পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গতকাল বৃহস্পতিবার ভোরে মারা যান। গতকাল রাত ৯ টার দিকে তাঁর নিজ বাড়িতে নামাজের জানাজায় ইমামের দায়িত্ব পালন করেন বরগুনা-২ আসনের সাংসদ শওকত হাচানুর রহমান রিমন।

এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, ওই এএসআই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা আরামবাগে একটি হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ভোরে মারা যান। গতকাল রাত ৮ টার দিকে তাঁর লাশ বেতাগীতে নিজ বাড়িতে পৌঁছায়। পরে রাত ৯ টার দিকে সামাজিক দূরত্ব বজায় রেখে মরহুমের নামাজের জানাজা হয়। এতে বরগুনা-২ আসনের সাংসদ শওকত হাচানুর রহমান রিমন ইমামতি করেন। এ সময় জানাজায় অংশ নেন বরগুনার পুলিশ সুপার মো. মারুফ হোসেন, পুলিশ সুপার (পদন্নোতিপ্রাপ্ত) মো. তোফায়েল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান হোসেন, বেতাগীর পৌর মেয়র গোলাম কবির, উপজেলা পরিষদের চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিব আহসান।

সাংসদ শওকত হাচানুর রহমান রিমন বলেন, ‘করোনাভাইরাসে মারা গেলে সাধারণত কেউ তাঁর ধারে কাছেও আসেন না। ওই এএসআই পুলিশে চাকরি করার সময় মাঝে মাঝে মসজিদে ইমামতি করতেন। তাঁর মতো একজন সৎ ধার্মিক পুলিশ কর্মকর্তার নামাজে জানাজা পড়াতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি।’