চট্টগ্রামে র্যাব, পুলিশ ও চিকিৎসকসহ আরও ৯ জন শনাক্ত
চট্টগ্রাম জেলায় নতুন আরও ৯ জন রোগী শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের এক চিকিৎসকসহ রয়েছেন পুলিশ ও র্যাবের সদস্য। সোমবার বিআইটিআইডিতে ১০০টি নমুনা পরীক্ষা শেষে ১২ জনের পজিটিভ পাওয়া যায়। তাদের মধ্যে একজন লক্ষ্মীপুরের বাসিন্দা। বাকি ১১ জন চট্টগ্রাম জেলার। চট্টগ্রামের ১১ জনের মধ্যে দুজন পুরোনো রোগী।তাদের দ্বিতীয় দফায় করোনা পজিটিভ পাওয়া গেছে।
করোনাভাইরাস পজিটিভ হওয়া চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত। এ ছাড়া শনাক্ত হওয়াদের মধ্যে একজন র্যাবের এবং একজন পুলিশ সদস্য রয়েছেন।
সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি জানান, মোট ১০০টি নমুনা পরীক্ষা করে চট্টগ্রাম জেলার ৯ জনের করোনা পাওয়া যায়। এর মধ্যে শহর এলাকার সাতজন। এ ছাড়া একজন করে বোয়ালখালী ও মিরসরাই উপজেলার রয়েছেন। অন্যজন লক্ষ্মীপুরের বাসিন্দা। যে দুজন পুরোনো রোগী, তাদের দ্বিতীয় দফায় নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ এসেছে।
এ ছাড়া নগরের হালিশহরের একজন এবং মা ও শিশু হাসপাতালের একজন স্টাফও এর মধ্যে রয়েছেন বলে জানা গেছে।
এ নিয়ে চট্টগ্রাম জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৬২ জনে। এর বাইরে দুজন অন্য জেলায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে এসে চিকিৎসা নিচ্ছেন।